Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর উদ্যোগে মঙ্গলবার থেকে ঢাবিতে বই মেলা শুরু


৮ ডিসেম্বর ২০১৯ ২২:৩৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথমবারের মত সপ্তাহব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ শুরু হচ্ছে মঙ্গলবার (১০ ডিসেম্বর)। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

রোববার (৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাজহারুল কবির শয়ন বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ডাকসুর উদ্যোগে আমরা একটি বই মেলার আয়োজন করছি; যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম।’

বইমেলার প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, ‘এবারের বই মেলায় ৮০টির অধিক প্রকাশনী অংশ নেবে। মেলায় প্রতিদিন দেশের প্রথিতযশা সাহিত্যিকরা আসবেন। বইমেলার জন্য সার্বক্ষণিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডাকসু বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর