আশুলিয়ায় ব্যবসায়ীকে গুলি করে ‘৩ লাখ টাকা’ ছিনতাই
৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৩১
ঢাকা: সাভারের আশুলিয়ায় ফলের এক আড়তদারকে গুলি করে ‘তিন লাখ টাকা’ ছিনিয়ে নিয়ে গেছেন সন্ত্রাসীরা। এছাড়া তার মোবাইল ফোনও ছিনতাই করা হয়েছে।
গুলিতে আহত ওই ব্যবসায়ীর নাম রিয়াজুল ইসলাম (৩৫)। তিনি পল্লীবিদ্যুৎ এলাকার আইয়ুব আলীর ছেলে।
রিয়াজুল জানান, আশুলিয়ার বাইপাইলে তার ফলের আড়ত রয়েছে। সারাদিন বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি রাতে বাসায় ফিরছিলেন। এ সময় পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়িভাবে গুলি করে। এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার পরে স্থানীয়ররা আহত ব্যবসায়ী রিয়াজুলকে উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেন।
হাসপাতালের ইনচার্জ (ওটি) নাছির আহমেদ বলেন, ‘রিয়াজুলের পেটে গুলি লেগেছে। তার অবস্থা বেশ গুরুতর।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, ‘এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’