Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পেঁয়াজ ছাড়া রান্না করতে পারলে আ.লীগ ছাড়াও দেশ চলবে’


৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৯

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, পেঁয়াজ ছাড়া রান্না করতে পারলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে। সোমবার (৯ ডিসেম্বর) সেগুনবাগিচার কচিকাঁচার মেলা মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

সম্মেলনে পার্টির মহাসচিব মশিউর রহমান বলেন, ‘যে বা যারা খুন করে তাদের মৃত্যুও খুনের মধ্য দিয়ে হয়। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে রক্ত নেই। তিনি কাউকে খুন করেনি বা খুনের সঙ্গে জড়িত হয়নি। সেজন্যই তার মৃত্যু স্বভাবিকভাবে হয়েছে।’

বিজ্ঞাপন

এসময় আওয়ামী লীগ-বিএনপি দুই দলেরই সমালোচনা করেন বিরোধীদেলের এই নেতা। তিনি বলেন, ‘মোট কথা দুই দলের একই বিষ, নৌকা আর ধানের শীষ।’

আমি কাউকে ভয় পাই না: জি এম কাদের

কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে- জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, ফয়সল চিশতি, মীর আব্দুর সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু এবং জাতীয় কৃষক পার্টির সারা দেশের জেলা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ পেঁয়াজ মশিউর রহমান রাঙ্গাঁ

বিজ্ঞাপন

বিবেকের খাঁচায় বন্দি সবাই
১২ এপ্রিল ২০২৫ ১৫:১৭

আরো

সম্পর্কিত খবর