হিলির শত্রু মুক্ত হওয়ার দিন আজ
১১ ডিসেম্বর ২০১৯ ০৫:৫৩
হিলি (দিনাজপুর): ১১ ডিসেম্বর পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয়েছিল সীমান্তবর্তী হিলি।
স্বাধীনতার ৪৮ টি বছর পেরিয়ে গেল। এখনো এই অঞ্চলের মানুষ ভোলেনি সেই নারকীয় দিনগুলোর কথা। সেসময় স্বাধীনতাকামী মানুষ সেদিন হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো চরম সাহসিকতায়। হানাদার বাহিনী থেমে থেমে মেতে উঠেছিল নির্মম হত্যাযজ্ঞে। আক্রমন চালিয়েছিলো নিরীহ হিলি সীমান্তবাসীর ওপর।
হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানিদের হয় প্রচণ্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে শহীদ হন ৭ নম্বর সেক্টরের ক্যাম্পেট আনোয়ারসহ ৩৪৫ জন মুক্তি সেনা। আহত হয়েছিলেন আরো ১৪শ জন। তবে দু’দিনের বেশি টিকতে পারেনি হানাদার বাহিনী, পিছু হটে তারা। সেইসঙ্গে গা ঢাকা দেয় রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যরাও।
১৯৭১ সালের আজকের এই দিনে আনন্দ উল্লাসে মেতে ওঠে হিলিবাসী।
প্রতিবছরের মতো এবারও নানা আনুষ্ঠানিকতায় পালন করা হবে হিলি মুক্ত দিবস।