Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা


১২ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর শিবপুরে মেহেদী হাসান উদয় (২৩) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃত উদয় শিবপুর উপজেলার ডাকবাংলো এলাকার মুস্তফা মিয়ার ছেলে। তিনি ঢাকা তেজগাঁও কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শিবপুর উপজেলার ডাকবাংলোর সামনে এ হত্যাকাণ্ড ঘটে। একথা নিশ্চিত করেছেন শিবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন মিয়া।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উদয় সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে ডাকবাংলোর সামনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত মেহেদীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। উদয়কে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার বন্ধু ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে উদয় হত্যার সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

কলেজছাত্র হত্যা কুপিয়ে হত্যা নরসিংদী শিবপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর