ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও ভারত সফর স্থগিত করেছেন। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও তার ভারত সফর স্থগিত করেছিলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: যে কারণে সফর বাতিল করলেন পররাষ্ট্রমন্ত্রী
তিনি জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) ব্যক্তিগত সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না। পরে সুবিধাজনক সময়ে তিনি ভারতে যাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তার আমন্ত্রণে শুক্রবার সেখানে যাওয়ার কথা ছিল। এ সফরে মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল।