Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৩৩ জেলে আটক


১২ ডিসেম্বর ২০১৯ ২১:৪৮

সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি মাছ ধরা আটল, ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বেহালা মরা খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা খুলনার মংলা, দাকোপ ও কয়রার বাসিন্দা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নৌ পুলিশের খুলনা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ জানান, বনদস্যু জিয়া বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলেকে উদ্ধারের লক্ষে ইন্সপেক্টর জিয়াউর রহমানের নেতৃত্বে বেহালা মরা খালে অভিযান চালায় পুলিশ। এসময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে তারা জেলে বলে পরিচয় দেয় এবং তাদের দেওয়া তথ্য মতে ১৩টি নৌকাসহ ৩৩ জেলেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫০টি মাছ ধরা আটল, ৫০টি মাছ ধরা জাল ও পাঁচ মণ মাছ উদ্ধার হয়েছে।

অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগ সুন্দরবনের অভয়ারণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর