Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তৃতীয় জয় পেলেন টিউলিপ সিদ্দিক


১৩ ডিসেম্বর ২০১৯ ১১:৪০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯ ১৬:১১

টানা তৃতীয়বারের মত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষে উত্তর লন্ডনের হাম্পস্টিড অ্যান্ড কিলবুর্ন আসন থেকে ফের নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফল আসতে শুরু করে এদিন রাত থেকে। শুক্রবার পাওয়া ফলাফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১৩ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন টিউলিপ সিদ্দিক।

বিজ্ঞাপন

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এ নিয়ে তৃতীয় জয় পেলেন। এর আগে ২০১৫ সালে একই আসন থেকে প্রথমবারের মত এমপি নির্বাচন করেই জয় পান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এরপর ২০১৭ সালে ব্রেক্সিট ইস্যুতে নির্বাচন হয় যুক্তরাজ্যে। ওই নির্বাচনেও জয় পেয়েছিলেন তিনি।

এবারের নির্বাচনের প্রকাশিত ফলাফলে দেখা যায়, টিউলিপ সিদ্দিক ২৮ হাজার ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

লন্ডনের হাম্পস্টিড অ্যান্ড কিলবুর্ন আসনটি যুক্তরাজ্যের অন্যতম প্রতিদ্বন্দিতাপূর্ন একটি আসন। যুক্তরাজ্যের নির্বাচনে যেসব গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনের দিকে সবার নজর থাকে এর মধ্যে এ আসনটি একটি।

টপ নিউজ টিউলিপ রেজওয়ানা সিদ্দিক টিউলিপ সিদ্দিক

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর