Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বধ্যভূমিতে আওয়ামী লীগ নেতাদের শ্রদ্ধা


১৪ ডিসেম্বর ২০১৯ ০৯:২০ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১২:৪১

ঢাকা: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শ্রদ্ধা জানাতে আসেন তারা।

শ্রদ্ধা জানাতে আসা নেতাদের মধ্যে ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ আরও অনেকে।

টপ নিউজ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর