Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার হামলা ‘নস্যাৎ’ করেছে ইরান


১৬ ডিসেম্বর ২০১৯ ০২:২২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ ০২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের ইলেকট্রনিক গভর্নমেন্ট সিস্টেম লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে। তবে ইরান তা ‘রুখে’ দিয়েছে। দেশটির টেলিকমিউনিকেশন মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজআরি-জাহারমি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ইরান দাবি করে, বুধবার (১১ ডিসেম্বর) এই হামলা চালানো হয়।

মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজআরি-জাহারমি  টুইটারে জানান, ইরানের সাইবার সিকিউরিটি প্রজেক্ট ডিইজেএফএ হামলা নস্যাৎ করেছে। এপিটি২৭-হ্যাকাররা এই হামলা চালায়।

তবে হামলা সম্পর্কে এর বেশি তথ্য দেওয়া হয়নি। ওই হ্যাকারদের সঙ্গে চীনা হ্যাকারদের যোগসূত্র রয়েছে।

গত বুধবারে ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির ইলেকট্রনিক যন্ত্রগুলো মারাত্মক সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন

এসব সাইবার হামলায় ইরানিদের ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

 

ইরান নস্যাৎ যুক্তরাষ্ট্র সাইবার-হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর