Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি


১৬ ডিসেম্বর ২০১৯ ১৫:১২

হিলি: বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ নিজ নিজ বাহিনীর পক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বিজ্ঞাপন

এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাব হোসেন জানান, ‘আজ ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, নিজ নিজ অবস্থানে থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে যেন বাহিনীগুলি কাজ করতে পারে এজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’

হিলি সীমান্তে অনেকদিন ধরেই এই রেওয়াজ চলে আসছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, এতে করে দুবাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

বিজিবি-বিএসএফ মিষ্টি উপহার হিলি সীমান্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর