Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৪


১৭ ডিসেম্বর ২০১৯ ১৫:০৪

দক্ষিণ-পশ্চিম চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গুয়িজহু প্রদেশে ঘটনা এই দুর্ঘটনায় আরও দুজন আটকা পড়ে আছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। অক্টোবর থেকে এ পর্যন্ত পাঁচটি খনি দুর্ঘটনায় চীনে ৩৭ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনার জন্য নিরাপত্তার ঘাটতিকে দায়ী করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, ৭ জনকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে, শনিবারে সিচুয়ান প্রদেশের একটি কয়লা খনিতে বন্যায় ৫ জনের মৃত্যু হয় এবং ১৩ জন শ্রমিক আটকা পড়েন।

১৮ নভেম্বর সানক্সি প্রদেশে খনি বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়। গুয়িজহু প্রদেশে ২৫ নভেম্বর মারা যায় আরও একজন। এছাড়া অক্টোবরে শানডং প্রদেশে বিস্ফোরণে মৃত্যু হয় আরও ২জনের।

গত বছর বিভিন্ন খনি দুর্ঘটনায় ৩৩৩ জনের প্রাণহানি ঘটেছিল দেশটিতে।

কয়ল খনি খনি দুর্ঘটনা চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর