Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই যুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি


১৭ ডিসেম্বর ২০১৯ ১৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ২৩তম বর্ষ পেরিয়ে চব্বিশে পদার্পণ করেছে। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংবাদিকদের এই সংগঠনটি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় চাকসু ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে শেষ হয়। দুপুর আড়াইটায় কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা ও গবেষণা: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সত্য প্রকাশে তারা কুণ্ঠাবোধ করেন না। বস্তুনিষ্ঠতা, সত্য প্রকাশ সাংবাদিকদেরই করতে হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। সবার কল্যাণের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে। তবে সংবাদ পরিবেশনের আগে যাচাই করা উচিৎ।

বিজ্ঞাপন

এসময় ছাত্রদের গবেষণায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি ছাত্রদের কল্যাণে সব উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ বলেন, আমাদের অনেক সুযোগ রয়েছে। কিন্তু সেটা আমরা কাজে লাগাচ্ছি না। দক্ষতার অভাব রয়েছে বলেই আজ পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে চাকরিতে পিছিয়ে পড়ছে। আমাদের সংকটগুলো কাটিয়ে উঠতে হবে।

আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান বলেন, ছাত্রদেরও গবেষণার জন্য বাজেট প্রয়োজন। ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) এই বাজেট করতে পারে। তাহলে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা এবং দায়বদ্ধতা বাড়বে। গবেষণার মান রক্ষা করতে হলে অনুষদভিত্তিক প্রতিযোগিতা এবং পুরস্কারের ব্যবস্থা করা যেতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এমএ শফিউল আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এএফএম আওরঙ্গজেব, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শংকর লাল সাহা।

মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন চবি প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। এছাড়া চবি শাখা ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর