চাকরির বয়স ‘৩৫ চাই’ বাস্তবায়নে অনশন, অসুস্থ ১
১৭ ডিসেম্বর ২০১৯ ২০:২৬
ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের জন্য সর্বোচ্চ বসয়সীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে ১০ দিন ধরে অনশন পালন করে এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন।
আন্দোলনের নেতৃত্বে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ জানায়, সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক রেশমা আক্তার অনশন করে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেন নেতৃবৃন্দ। চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীতকরণ, চাকরিতে আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া এবং ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করার দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র কল্যাণ পরিষদ।
এরই অংশ হিসেবে ১০ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা গণঅনশন পালনের পর মঙ্গলবার সকাল থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন।
সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী সারাবাংলাকে বলেন, গত ৬ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কাফন পরে গণঅনশন করে আসছি। কিন্তু সরকার আমাদের দাবির প্রশ্নে নিরুত্তর। আমাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে সেটি অমানবিক।
তিনি বলেন, অনশনের ১০ দিন পার হলেও সরকার পক্ষ থেকে কোন প্রকার সাড়া না পাওয়াতে যুবকরা কষ্ট পাচ্ছে। এটি আমাদের দেশকে একটি সম্মিলিত হতাশার দিকে নিয়ে যাবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা।
তাদের এ দাবি একাদশ জাতীয় সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। পরে গত জুলাই মাসে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়টি নাকচ করে দেন।