সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৪
১৮ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৮
সিরিয়ার ইদলিবে বিমান হামলা ও ভারী গুলিবর্ষণে অন্তত ২৪ জন বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে। এরমধ্যে ৯ জনের মৃত্যু হয় তালমেনেস শহরে। বিদায়ামায় ৬ জন ও মাসারান শহরে হামলায় আরও ৫ জন মারা যায়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এসব হামলা চালানো হয় বলে সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়।
যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) এই হামলার জন্য বাশার আল-আসাদ সরকার ও রাশিয়ার মদদকে দায়ী করেছে।
প্রেসিডেন্ট বাশার সরকারের বিরোধীরা নিজেদের শেষ আশ্রয়স্থল হিসেবে ইদলিবে ঘাঁটি গড়েছে। সেখানে প্রায়ই চালানো হচ্ছে বিমান হামলা। জাতিসংঘ জানিয়েছে সহিংস ওই অঞ্চলটিতে ৩০ লাখেরও বেসামরিক মানুষ ঝুঁকি নিয়ে বেঁচে আছে।