Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোণায় বিআরটিসি বাস চালুর দাবিতে স্মারকলিপি


১৮ ডিসেম্বর ২০১৯ ১৮:০৭

নেত্রকোণা: নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন যুব সমাজ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

গত ৮ ডিসেম্বর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে মোট ১০টি বাস চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। কিন্তু উদ্বোধনের দিনই ময়মনসিংহ ও নেত্রকোণার বাস মালিক ও শ্রমিক সমিতির বিক্ষোভের মুখে সেই সেবা বন্ধ হয়ে যায়।

ওই ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে বিক্ষোভ মিছিল করে যুব সমাজ। মিছিলটি জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে একাত্মতা জানায় নেত্রকোণাবাসী নামে আরেকটি সংগঠন। বিক্ষোভ মিছিলের আগে তারা প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন ফরিদুর রেজা খান, হাবিবা খানব সাদিয়া, হাসিব ইবনে হান্নান হৃদয়সহ অনেকে।

বিআরটিসি বাস সার্ভিস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর