Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিসহ বিরোধী দলগুলোকে আ. লীগের সম্মেলনে দাওয়াত


১৯ ডিসেম্বর ২০১৯ ১৩:১০ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:৫৮

ঢাকা: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে আমন্ত্রণ জানানো হচ্ছে বিএনপিসহ সব বিরোধী রাজনৈতিক দলকে। এরইমধ্যে দলগুলোকে আমন্ত্রণপত্র পৌঁছানোর কাজ শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন থেকে বাদ পড়া জামায়াত ইসলামীকে আমন্ত্রণ দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপু‌র থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করে আওয়ামী লীগ। তিন সদস্যের একটি ডেলিগেট রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজে নিয়োজিত আছেন। এরা হলেন, জিয়াউদ্দিন শিপু, রাশিদুল বাশার ডলার এবং আলমগীর হাসান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমন্ত্রণ পত্র পৌঁছে দেন তারা।

বিএনপির পক্ষে আওয়ামী লীগের আমন্ত্রণ পত্র গ্রহণ করেন দলটির সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু।

এর আগে, আওয়ামী লীগের এই ডেলিগেটটি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কাছে সম্মেলনের আমন্ত্রণ পত্র তুলে দেয়। উত্তরায় নিজের বাসায় এ আমন্ত্রণ পত্র গ্রহণ করেন জিএম কাদের।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সম্মেলন টপ নিউজ

বিজ্ঞাপন

ইয়াশ-তটিনীর 'কী মায়ায় জড়ালে'
৩০ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

অহনা-তানভীরের ‘বন্দী’
৩০ এপ্রিল ২০২৫ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর