Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাকারের তালিকা পুরো জাতিকে বিব্রত করেছে: জি এম কাদের


১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:০৩

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, রাজাকার তালিকার তথ্য উপাত্ত দেখে মনে হলো, প্রথমেই রাজাকার তালিকা গ্রহণযোগ্যতা হারালো। এটি সারা জাতির মধ্যে দ্বিধা এবং কনফিউশন সৃষ্টি করেছে। এই তালিকা পুরো জাতিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের অফিসে জি এম কাদের এ সব কথা বলেন।

এদিন লিয়াকত হোসেন খোকা এমপিকে প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নির্বাচিত করায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যরা জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান। পরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় পার্টি জেপি নেতা মিজানুল ইসলাম লিটু ও নজরুল ইসলাম এর নেতৃত্বে জাতীয় পার্টি জেপি প্রায় ত্রিশজন নেতা-কর্মী জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ ছাড়া বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।

জি এম কাদের বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী রাজাকার তালিকা প্রত্যাহার করতে বলেছেন, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। রাজাকার তালিকা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী দেশ ও জাতিকে বিব্রতকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। আমরা আশা করব, এ ধরনের কার্যক্রম নেওয়ার আগে প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করা হবে। রাজাকার তালিকা যেন হয় তথ্যভিত্তিক। কোনোরকম ব্যক্তিগত, গোষ্ঠীগত এবং দলগত স্বার্থ বিবেচনায় যেন রাজাকার তালিকা করা না হয়। এই তালিকা যেন পরবর্তী প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হয়।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সামনে জাতীয় পার্টির সুদিন অপেক্ষা করছে। একটি বিমান যখন উড্ডয়ন করে সেই মুহূর্তটা বিমান, পাইলট ও যাত্রীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ। ঠিক তেমনিভাবেই জাতীয় পার্টির জন্য বর্তমান সময়টাও গুরুত্বপূর্ণ। কারণ দেশের মানুষের আস্থা অর্জন করে জাতীয় পার্টি দেশ ও দেশের মানুষের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। আর এ কারণেই জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে, রাজনৈতিক ঝুঁকি নিতেও।’

জি এম কাদের আরও বলেন, ‘দেশের মানুষ একবুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। অনেক রাজনৈতিক দলের ওপর সাধারণ মানুষের আস্থা নেই, অনেক দলই নেতৃত্ব শূন্যতায় ভুগছে। হতাশা বিরাজ করছে সেই সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে। এমন বাস্তবতায় বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টি সবার কাছে গ্রহণযোগ্য। দেশবাসীর বিশ্বাস জাতীয় পার্টিই দেশের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন জাতীয় পার্টিতে যোগদান করেছে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। জাতীয় পার্টির মত্য ঐক্য আর কোনো দলেই নেই। তাই জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে, জাতীয় পার্টি এগিয়ে যাবে। জাতীয় পার্টি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করে দেশ ও দেশের মানুষের কল্যাণে রাজনীতি করবে। কোনো অপশক্তি জাতীয় পার্টির জয়রথ বাধাগ্রস্ত করতে পারবে না।’

জাতীয় পার্টি জাপা জাপা চেয়ারম্যান জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর