Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসাদ গেটে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:০৩

ঢাকা: রাজধানীর আসাদ গেটে বাসের ধাক্কায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। বর্তমানে তিনি কল্যাণপুর এলাকায় থাকতের এবং গ্রিন রোডে সূচনা ডেভলোপার কোম্পানিতে চাকরি করতেন।

বিজ্ঞাপন

নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলেন তার বাবা। এর কিছুক্ষণ পরই শুনতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, আসাদ গেটের কেয়ার হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আসাদ গেট বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর