Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে তীব্র শীত, শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে


১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৪৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে তীব্র শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার রাস্তাঘাট ও ফসলি জমি। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবতাফ হোসেন সারাবাংলাকে জানান সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে, শীতের প্রকোপে গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডায়রিয়া, নিউমনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে। বিশেষ করে শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে বেশি। এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের একজন নার্স সারাবাংলাকে জানান, শীতের প্রকোপে বিভিন্ন রোগ নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হতে শুরু করেছেন। বিশেষতঃ শিশুরা শীতের তীব্রতায় আক্রান্ত হচ্ছে বেশি।

বিজ্ঞাপন

এছাড়াও ভারী কুয়াশায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমলেও তবে শীতের তীব্রতা কমেনি। স্থানীয় কয়েকজন দিনমজুর সারাবাংলাকে জানান, শীতের কারণে তাদের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। তারা তাদের প্রাত্যহিক কাজে যেতে পারছেন না। যে কারণে তাদের স্বাভাবিক অর্থনৈতিক জীবন বিপর্যস্ত হচ্ছে।

ঠাকুরগাঁও শিশু শীত স্বাস্থ্যঝুঁকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর