পাটুরিয়া-দৌলতদিয়া রুট বন্ধ, মাঝ নদীতে ভাসছে চারটি ফেরি
২০ ডিসেম্বর ২০১৯ ০২:০১
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। দৃষ্টিসীমা কমে আসায় মাঝ নদীতে আটকে পড়েছে চারটি ফেরি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে দু’পাশের ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমতে থাকে। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় আটকে আছে চারটি ফেরি। পরিস্থিতি অনুকূলে এলে আবার ফেরি চলাচলের নির্দেশ দেওয়া হবে।