Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের জাতীয় সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার


২০ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৬

ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বেশ কয়েকদিন থেকেই মাঠে সক্রিয় রয়েছেন গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে রাজধানীর মৎস্য ভবন মোড়ে  উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পুলিশ সদস্যের পাশাপাশি রায়ট কার, এপিসি কার, বোম ডিসপোজাল ইউনিট ও কে নাইনের গাড়ি প্রস্তুত আছে।

সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের নিরাপত্তা জোরদার ও সম্মেলনে আসা অতিথিদের আগমন নির্বিঘ্ন করতে ডিএমপির ট্রাফিক বিভাগ বিশেষ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনার অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার সড়কসমূহে গাড়ি চলাচল বন্ধ থাকবে। এসব রুটে চলাচলকারী গাড়ি সমূহকে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।

নিরাপত্তা রক্ষায় রাজধানীর শাহবাগেও পুলিশের প্রস্তুতি রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি এপিসি কার, রায়ট কার মোতায়েন থাকতে দেখা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান সারাবাংলাকে বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্মেলন আজকের এই জাতীয় সম্মেলন। সম্মেলনে সারাদেশ থেকে নেতাকর্মীরা এসে যোগ দেবেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে কেউ যাতে সুযোগ নিতে না পারে, বিশৃঙ্খলা করতে না পারে, কুচিন্তা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

সাদা পোশাকের পুলিশও টিম হয়ে কাজ করছে বলে জানান সাজ্জাদুর রহমান। তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর মৎস্য ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার গেট এলাকা, দোয়েল চত্বর এলাকা, টিএসসি এলাকা, নীলক্ষেত, পলাশী, শাহবাগ, পরীবাগ, হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় ও কাঁটাবন এলাকাতে পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। একইসাথে রায়ট কার ও এপিসি কারও প্রস্তুত রাখা হয়েছে।

সম্মেলনের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে পুলিশ সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা পুলিশ সদস্য ছাড়াও রিজার্ভ পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরাও সাদা পোশাকে সম্মেলনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এর বাইরে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটও সজাগ রয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মনিটরিং করবে, যাতে কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করতে না পারে।

সম্মেলনের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃঞ্চ পদ রায় বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফলভাবে শেষ হতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আশা করি কোনো সমস্যা হবে না।

এদিকে জাতীয় সম্মেলন ঘিরে র‌্যাবের পক্ষ থেকেও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, সম্মেলন ঘিরে র‌্যাব সদস্যরা মাঠে রয়েছে। বিশেষ করে র‌্যাবের টহল টিম সার্বক্ষণিক নিরাপত্তা তদারকি করবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব।

আরও পড়ুন- রোজ গার্ডেন থেকে সোহরাওয়ার্দী উদ্যান: আ.লীগের কাউন্সিল পরিক্রমা

সাধারণ সম্পাদক পদ নিয়ে আশা-চিন্তার দোলাচলে যারা

আ.লীগের কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন পুতুল?

আ. লীগের সম্মেলন: নেতৃত্বে আসছে স্বচ্ছ ও মেধাবী মুখ

‘আ. লীগ কখনো চমক সৃষ্টির কাউন্সিল করে না’

শেখ হাসিনার সঙ্গে বেলুন-পায়রা ওড়াবেন জেলা সভাপতি-সা.সম্পাদকরা

হাসিনা-কাদেরের আসন সারিতে বসবেন আ. লীগের ৪ উপদেষ্টা

আরেকটি ‘অনুভূতির’ সম্মেলনের দ্বারপ্রান্তে আওয়ামী লীগ

বিএনপিসহ বিরোধী দলগুলোকে আ. লীগের সম্মেলনে দাওয়াত

আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছে না বিএনপি, যেতে পারে গণফোরাম

আ.লীগের ২১তম কাউন্সিল আজ, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

২১তম কাউন্সিল আওয়ামী লীগ আওয়ামী লীগের সম্মেলন জাতীয় কাউন্সিল টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর