Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা, উত্তরায় যান চলাচল স্বাভাবিক


২১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪৫

ঢাকা: বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করার প্রায় ৫ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকরা। ফলে এখন উত্তরার মূল সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) শচীন মল্লিক সারাবাংলাকে বলেন, “বেলা ১১ টার দিকে টপ জিন্সের শ্রমিকরা সড়ক অবরোধ করে। তারা যে আশ্বাস চেয়েছিল তা আলোচনার মাধ্যমে পূরণ হবে বলে আশা করছি। এখন শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ’র প্রতিনিধি, মালিক পক্ষ, কল-কারখানা পরিদফতরের প্রতিনিধি এবং পুলিশের উপস্থিতিতে বৈঠক হবে।”

বিজ্ঞাপন

উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

তিনি আরও বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ তুলে নিয়েছে টপ জিন্স গার্মেন্টস শ্রমিকরা। ফলে এখন ঢাকা ময়মনসিংহ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।’

এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা অবরোধে যায়।

পুলিশ জানায়, শ্রমিকরা গত ৭ দিন ধরে গার্মেন্টসের ভেতরেই আন্দোলন করছিলেন। সমাধান না হওয়ায় আজ শ্রমিকরা রাস্তা অবরোধ করে। ফলে হাজার হাজার গাড়ি সড়কে আটকে থাকে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিক ধর্মঘট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর