‘৩৮ বছরে শেখ হাসিনা দলকে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন’
২২ ডিসেম্বর ২০১৯ ১৬:৩০
ঢাকা: শেখ হাসিনা নবমবারের মতো দলের নেতৃত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘গত ৩৮ বছর ধরে তিনি আওয়ামী লীগকে পরিচালনা করে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন।’
রোববার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন প্রস্তুতি কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা দেশকে অসম্মান থেকে সম্মানের দিকে নিয়ে এসেছেন। এদেশে বিচার ছিল না, যারা বঙ্গবন্ধুর খুনি, যারা রাজাকার, যারা যুদ্ধপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের কোনদিন বিচার হবে তা কেউ কল্পনা করেনি। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।’
‘দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম বলতে পারলেও নিজের দেশে বলা যেত না। শেখ হাসিনা দেশে ফেরার পরে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয় এবং মুক্তিযোদ্ধাদের সন্মান দেওয়া শুরু হয়।’
সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল হাই, কে এম মোজাম্মেল হক ও সফিকুল বাহার মজুমদার টিপুসহ অনেকে।