Friday 13 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আমরা কনসার্ন: পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৮:১৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ ২০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নির্বাচনি সমাবেশে গুলিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ওপর হওয়া এ হামলায় আমরা কনসার্ন।’

রোববার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। রাজনীতিতে আমরা কোনো সংঘাত চাই না। আমাদের দেশে যেমন মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয় সেটি কখনো কাম্য নয়। এটি অনভিপ্রেত, আইনবিরোধী।’

বিজ্ঞাপন

শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ট্রাম্পের ওপর এ হামলা নিয়ে তিনি আরও বলেন, ‘অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কখনও ভায়োলেন্স ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এ হামলায় আমরা কনসার্ন এবং আমরা নিন্দা জানাই। রাজনীতিতে ভায়োলেন্স থাকা উচিত নয় সেটি আমরা মনে করি।’

সারাবাংলা/এমও

গুলি ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর