Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালে একজনের মৃত্যু


২২ ডিসেম্বর ২০১৯ ১৮:০৩

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. সজিব কারিগর (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ছোট পুইয়া উটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সজিব ওই এলাকার রাজ্জাক কারিগরের ছেলে।

এর পরপরই ঘটনার প্রধান অভিযুক্ত সুব্রত সরকারসহ আটজনকে আটক করেছে পুলিশ ।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, জমি নিয়ে সজিবের বাবা রাজ্জাকের সঙ্গে সুব্রতর বাবা পরিমল সরকারের বিরোধ ছিল। এর জের ধরে রোববার সকালে ওই জমির মাটি কাটা নিয়ে সজিবের সঙ্গে সুব্রতর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুব্রত ধারালো ছুরি দিয়ে সজিবকে আঘাত করে। পরে গুরুতর আহত সজিবকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ওই এলাকায় যায় পুলিশ এবং অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুব্রত ও তার সহযোগীসহ আটজনকে আটক করে। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যু বরিশাল


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর