Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্ষমতায় এলে ইমাম-মোয়াজ্জেমদের বেতন-ভাতার ব্যবস্থা করা হবে’


২২ ডিসেম্বর ২০১৯ ১৭:৪০

ঢাকা: আলেম-ওলামাদের নিয়ে দলকে শক্তিশালী করা হবে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘ক্ষমতায় এলে দেশের ইমাম-মোয়াজ্জেমদের বেতন-ভাতার ব্যবস্থা করা হবে।’ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে জাতীয় ওলামা পার্টির কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ ইমাম-মোয়াজ্জেমরা। সমাজের উন্নয়ন এবং সচেতনতা সৃষ্টিতে তাদের ভূমিকা অনন্য। কিন্তু তাদের বেতন-ভাতা নিয়ে সরকারের কোনো পদক্ষেপ দেখিনা। আমরা সরকারকে একাধিকবার এ বিষয়ে বলেছি, কিন্তু কোনো কিছু হয়নি। তাই আমরা যদি কখনও দেশ পরিচালনার ক্ষমতায় আসি তাহলে ইমাম-মোয়াজ্জেমদের বেতন ভাতার ব্যবস্থা করবো।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন এরশাদ সাহেব, অন্য কোনো দলের এমন সাহস ছিল না। তাই ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আলেম-ওলামাদের উপর অকারণে নির্যাতন সহ্য করা হবে না। আমরা আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী দল হিসেবে জাতীয় পার্টিকে গড়ে তুলবো।’

সম্মেলনে উপস্থিত আলেম-ওলামাদের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘আপনারা সাধারণ মানুষকে বোঝাবেন, দেশে ইসলামের জন্য জাতীয় পার্টি কি কি করেছে। আপনারা কোনো মাহফিলে গেলে সব মানুষ চুপ হয়ে আপনাদের কথা শোনে। আপনারা কোনো সমাবেশের ডাক দিলে লাখ লাখ মানুষ আপনাদের ডাকে সাড়া দেয়। যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করুন যে, এরশাদের দল জাতীয় পার্টিই এক মাত্র ইসলামের জন্য অনেক কিছু করেছে। শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা, ইসলামকে সংবিধানের অন্তর্ভূক্ত করাসহ ইসলামের জন্য নানা কাজ করে গেছেন এরশাদ সাহেব।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এরশাদের দলকে আরও সুসংগঠিত করে আমরা এগিয়ে যাব। কাউন্সিলের মাধ্যমে দলের পরবর্তী নেতৃত্ব এবং এরশাদের প্রত্যাশার বাস্তবায়ন করবো আমরা।’

ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা ক্বারী মো. হাবীবুল্লাহ বেলালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মো. খলিলুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতিসহ অন্যরা।

ইমাম ইমাম-মোয়াজ্জেম জাতীয় পার্টি জি এম কাদের


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর