Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ সিটিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত শনিবার, বুধবার ফরম বিক্রি শুরু


২৩ ডিসেম্বর ২০১৯ ১০:৩৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীরা বুধবার (২৫ ডিসেম্বর) থেকে শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। শুক্রবারের মধ্যেই তাদের এই মনোনয়ন ফরম জমা দিতে হবে। এই নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর।

এদিকে, শনিবার (২৮ ডিসেম্বর) দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা রয়েছে। সেই সভাতেই এই দুই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন- ঢাকার ২ সিটি নির্বাচন ৩০ জানুয়ারি, ভোট ইভিএমে

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করলে আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে থাকে। ধারণা করা হচ্ছে, শনিবারের এই বোর্ড সভা থেকেই দুই সিটিতে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হবে।

রোববার নির্বাচন কমিশনের কমিশন সভা শেষে এই দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

সিইসি জানান, দুই সিটিতেই সবগুলো কেন্দ্রে ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে। ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর দুই সিটির বর্তমান মেয়ররা এই নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে।

আওয়ামী লীগ ডিএনসিসি ডিএসসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মনোনয়ন ফরম সিটি করপোরেশন নির্বাচন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর