Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১


২৩ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পূর্ব চান্দনা এলাকায় আরিফ হোসেন নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের সোমবার (২৩ ডিসেম্বর) মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড।

আরিফ হোসেনের বাড়ি ঢাকার কেরাণীগঞ্জ এলাকায়। তিনি সার্ডি এলাকায় একটি ভাড়া বাসায় বাস করতেন।

স্থানীয়রা জানান, আরিফ রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। প্রতিবেশীরা বাসার পাশে একটি নির্জন এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আরিফের স্বজন তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ বলেন, আমরা ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ইয়াসিন নামে একজনকে আটক করা হয়েছে।

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর