সুইডেন আতাউরকে দুদকের জিজ্ঞাসাবাদ
২৩ ডিসেম্বর ২০১৯ ১৬:২৪
ঢাকা: জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এলাকায় জমি ও কলকারখানা দখল করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ায় নরসিংদীর আওয়ামী লীগ নেতা সুইডেন আতাউরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান জিজ্ঞাসাবাদ করেন।
সুইডেন আতাউরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ছিলেন সার বিক্রেতা। পরে হন সুইডেন প্রবাসী। সেই থেকে নামের সঙ্গে যুক্ত হয় সুইডেন। পরে তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য হন। এরপর তিনি দলীয় প্রভাব ব্যবহার করে এলাকায় জমি ও কলকারখানা দখল এবং প্রতারণার মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। বিভিন্ন সময় মামলা হলেও ক্ষমতাসীন দলের প্রভাবে পার পেয়ে যান সুইডেন আতাউর।
আরও অভিযোগ রয়েছে, স্থানীয়দের অভিযোগ অনেকের কাছ থেকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তিনি বিপুল পরিমাণে অর্থ আত্মসাত করেছেন। ভাড়ার নামে শত কোটি টাকার মোল্লা স্পিনিং মিল দখল করে সুইডেন বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করে আসছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংক ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের শিল্পঋণ বিভাগের কর্মকর্তা বেলাল হোসেন বাদী হয়ে মামলা করেন। এরপর গ্রেফতারও হন তিনি। কিন্তু পরে জামিনে ছাড়া পান তিনি।