অনলাইনে প্রতারণা: নেপালে ১২২ চীনা নাগরিক আটক, তদন্ত চলছে
২৪ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৩
অনলাইনে প্রতারণার অভিযোগে নেপালে ১২২ চীনা নাগরিককে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাতে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম সিজিটিএন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুহাং জানিয়েছেন, রহস্যময় কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার (২৩ ডিসেম্বর) চীন ও নেপালের পুলিশের যৌথ অভিযানে ১২২ চীনা নাগরিককে আটক করেছে। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। পরে তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারনার অভিযোগ আনা হয়। এ ব্যাপারে এখনও তদন্ত চলছে।
এ সময় চীনা ওই মুখপাত্র আরও জানান, নেপালেকে সার্বক্ষণিকভাবে সকল ক্ষেত্রে সহায়তা করার জন্য চীন প্রস্তুত আছে। এই যৌথ অভিযান তারই একটি দৃষ্টান্ত।