Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে প্রতারণা: নেপালে ১২২ চীনা নাগরিক আটক, তদন্ত চলছে


২৪ ডিসেম্বর ২০১৯ ১৬:৩৩

অনলাইনে প্রতারণার অভিযোগে নেপালে ১২২ চীনা নাগরিককে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাতে এ খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম সিজিটিএন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুহাং জানিয়েছেন, রহস্যময় কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার (২৩ ডিসেম্বর) চীন ও নেপালের পুলিশের যৌথ অভিযানে ১২২ চীনা নাগরিককে আটক করেছে। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। পরে তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারনার অভিযোগ আনা হয়। এ ব্যাপারে এখনও তদন্ত চলছে।

বিজ্ঞাপন

এ সময় চীনা ওই মুখপাত্র আরও জানান, নেপালেকে সার্বক্ষণিকভাবে সকল ক্ষেত্রে সহায়তা করার জন্য চীন প্রস্তুত আছে। এই যৌথ অভিযান তারই একটি দৃষ্টান্ত।

অনলাইন প্রতারণা আটক চীন নেপাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর