পিইসি-জেএসসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর
২৪ ডিসেম্বর ২০১৯ ১৭:২৮
ঢাকা: শিশু শিক্ষার্থীদের দুই সমাপনী পরীক্ষার ফল প্রকাশ পাবে বছরের শেষ দিনে। এদিন পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বছরের শেষ তিন দিনের যেকোনো একদিনে ফলপ্রকাশ করার ইচ্ছা ছিল আমাদের। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সময় চাওয়া হয়েছিল। সেখান থেকে ৩১ ডিসেম্বর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এদিন একইসঙ্গে দুই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।
এ বছর পঞ্চম ও অষ্টম শ্রেণিতে শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ৫৫ লাখ শিক্ষার্থী। ৩১ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাদের সমাপনী পরীক্ষার ফল তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জিয়াউল হক বলেন, একই দিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তালিকা সবার জন্য অবমুক্ত করা হবে। পরদিন শুরু হবে দেশজুড়ে বই উৎসব। এই উৎসবও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, সমাপনী পরীক্ষায় বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের ২৭ ডিসেম্বর পর্যন্ত নতুন করে পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন, ৩১ ডিসেম্বর তাদের ফলও প্রকাশ করা হবে।
সারাবাংলাকে তিনি বলেন, একজন শিশুকেও ফল থেকে বঞ্চিত করতে চাই না আমরা। নতুন করে যাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, তাদের ফল একই দিনে প্রকাশ করা হবে।
ইবতেদায়ি জেএসসি জেডিসি পিইসি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়