Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের ফাঁদে আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা


২৪ ডিসেম্বর ২০১৯ ১৮:২৫

চট্টগ্রাম ব্যুরো: ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের পাতা ফাঁদে পড়ে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের আমদানি-রফতানি নিয়ন্ত্রক কার্যালয়ের এক কর্মকর্তা। তার কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-১ এর কার্যালয় থেকে তাকে গ্রেফতার করেছে দুদকের একটি দল।

গ্রেফতার আল মাহমুদ হোসেন আমদানি-রফতানি নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী নিয়ন্ত্রক হিসেবে কর্মরত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ সারাবাংলাকে বলেন, ‘লাইসেন্স নবায়নের জন্য এক ব্যক্তির কাছে আল মাহমুদ হোসেন ঘুষ দাবি করেছিলেন। তিনি আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। আমরা তখন ঘুষের টাকাসহ মাহমুদকে গ্রেফতারে ফাঁদ পাতি। আজ (মঙ্গলবার) বিকেলে ওই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় আল মাহমুদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারের পর আল মাহমুদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

দুদকের ফাঁদে ফাঁদ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর