Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরাজয়ের ভয়ে খালেদাকে জেলে পাঠানো হয়েছে : ফখরুল


১৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৭

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : বিচারের নামে প্রহসনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আরেকটি একদলীয় নির্বাচন করার জন্য খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাগারে রাখা হয়েছে। তাকে বাইরে রাখলে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হতে পারবে না। আর সে জন্য পরাজয়ের ভয়ে সরকার তাকে জেলে পাঠিয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

গত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দেশের কোনো মানুষ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগ অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতা দখল করেছে। এরপর দেশের সব প্রতিষ্ঠানকে নিজেদের করায়ত্ত করেছে। ’

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন। আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে আনব।’

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর