Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নির্বাচিত ১৮ হাজার ১৪৭ জন


২৪ ডিসেম্বর ২০১৯ ২৩:০২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০৩:২৯

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে।

সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)। এছাড়া এসএমএসের মাধ্যমেও নির্বাচিতদের ফল জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নন্বর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে।

এর আগে, ২০১৮ সালের জুলাই মাসে সহকারী শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১২ হাজার পদের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ২০০ জন।

২০১৮ সালে বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ এ বছরের ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন ও চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার ফল। এতে ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হন। ৬ অক্টোবর থেকে শুরু হয় মৌখিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছিল, চলতি ডিসেম্বরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

টপ নিউজ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর