Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী আটক


২৫ ডিসেম্বর ২০১৯ ২০:৪৩

নওগাঁ: নওগাঁয় বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর থানার কাঠালতলী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক দুজন হলেন, নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহাদাৎ হোসেন রুবেল (৩৮) এবং ইয়াকুব আলীর ছেলে আহসান হাবীব (৩৫)। এসময় তাদের কাছ থেকে, ৫৪০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১১৭৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ৪০ গ্রাম হেরোইন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা ডিবি পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায় ডিবির ওসি কেএম শামসুদ্দিন সদর থানার কাঠালতলী এলাকায় এক বিশেষ অভিযানে আলুর বস্তার ভিতরে অভিনব কায়দায় রাখা বিপুল পরিমাণ মাদক জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৩২ হাজার টাকা। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও বলেন আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর