Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূর্যগ্রহণ দেখতে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ভিড়


২৬ ডিসেম্বর ২০১৯ ১১:৫৩

ঢাকা: ১৭২ বছর পর বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে ৪০ শতাংশ সূর্যগ্রহণ। এই বিরল দৃশ্য দেখতে শিশুসহ বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষ ভিড় জমিয়েছেন রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ২মিনিট থেকে ১২টা পর্যন্ত এ দৃশ্য পর্যবেক্ষণের জন্য ‘আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প’ পরিচালনা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

আরও পড়ুন- বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

এ প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর (একাডেমি) সুকল্যান বাসাড় সারাবাংলাকে বলেন, ৪০ শতাংশ সূর্যগ্রহণ দেখা যাচ্ছে ১৭২ বছর পর। তবে দুবাই থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাচ্ছে আজ। এটা হয় সূর্য থেকে অবস্থানগত দূরত্বের কারণে।

বৃহস্পতিবার সকাল থেকে জাদুঘরের ছাদ থেকে দুইটি করোনাডো টেলিস্কোপের মাধ্যমে এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা চালু হয়।

জ্যোতির্বিজ্ঞানীরা এই বলয়গ্রাস সূর্যগ্রহণের নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। সূর্যগ্রহণের সময় সূর্যকে দেখা যায় একটি রক্তাক্ত আংটির মতো। প্রায় কাছাকাছি সময়ে বাংলাদেশের অন্যান্য এলাকা থেকেও সূর্যগ্রহণ দেখা যাচ্ছে।

আংশিক সূর্যগ্রহণ