Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিপি নুরের ওপর হামলা, গণতন্ত্রের ওপর হামলা’


২৬ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৫

ডাকসু ভিপি নুরের ওপর হামলা শুধু তার ওপর হামলা নয়, গণতন্ত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের ওপর হামলা ব‌লে মন্তব্য ক‌র‌েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, নুর গণতন্ত্রের পক্ষে কথা বলছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে, যা অসত্য, মিথ্যা তার প্রতিবাদ করেছে। এদেশে গণতন্ত্র হত্যা করা হলে কি প্রতিবাদ করা যাবে না?

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এজন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। নুরদের কারণেই দেশ থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদ, অন্যায় দূর হবে। সেই ভয় থেকেই সরকার নুরদের ওপর বারবার হামলা চালাচ্ছে। এক নুর ছিল এরশাদ বিরোধী আন্দোলনে। এরশাদকে রক্ষা করার জন্য তার পেটোয়া বাহিনী গুলি চালিয়েছিল।  কিন্তু এরশাদ রক্ষা পায়নি। আজকে ভিপি নুরকে আক্রমণ করে যারা স্বৈরাচার, ফ্যাসিবাদ তারা ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। আমি বিশ্বাস করি এটা সম্ভব হবে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষ আছে।

বাংলাদেশে আজ অলিখিত বাকশাল চলছে দাবি করে মোশাররফ বলেন, বাকশাল প্রতিষ্ঠা করার জন্য আওয়ামীলীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তাদের অধীনে নির্বাচন করে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় এই ফ্যাসিস্ট সরকার। খালেদা জিয়ার মুক্তির জন্য তাদের কাছে গিয়ে লাভ নাই। অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করতেই খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। তারা গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে। আজকে গণতন্ত্র আওয়ামী লীগরে বাক্সে বন্দি।

বিজ্ঞাপন

ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান, ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম সহ আরও অনেকে।

৯০'র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য জাতীয় প্রেস ক্লাব ডাকসু ভিপি নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর