Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনো ইস্যুতে গণপূর্তের প্রকৌশলীসহ ৩ জনকে তলব


২৬ ডিসেম্বর ২০১৯ ২০:১৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ২০:২০

ঢাকা: ক্যাসিনো ইস্যুতে জি কে শামীমসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুল ইসলামসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ জানুয়ারি তাদের কমিশনে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা পৃথক নোটিশে তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে। তলবের নোটিশ পাওয়া বাকি দু’জন হলেন— পদ্মা অ্যাসোসিয়েটস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ঠিকাদার মিনারুল চাকলাদার ও কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম।

বিজ্ঞাপন

দুদকের তলবি নোটিশে বলা হয়েছে, ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের জন‌্য আপনার অধীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। সেজন্য নির্দারিত সময়ে কমিশনে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর অবৈধ ক্যাসিনো পরিচালনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির কয়েকজন নেতাসহ আরও কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটি এ পর্যন্ত ১৯টি মামলা দায়ের করেছে।

বিজ্ঞাপন

ক্যাসিনো গণপূর্ত অধিদফতর দুদক দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর