Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত


২৭ ডিসেম্বর ২০১৯ ০৯:৩৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ১২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজাখস্তানে অন্তত ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিস, রয়টার্স।

জানা যায়, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমান শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে আলমাতি এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। রানওয়ে থেকে  উড্ডয়নের পর প্রয়োজনীয় উচ্চতায় উড়তে ব্যর্থ হয় বিমানটি। ফলে বিমানবন্দরের পাশে একটি বিল্ডিংয়ে ধাক্কা লাগে বিমানের। এতে ১০০ আরোহী নিয়ে মুখ থুবড়ে পড়ে বেক এয়ারলাইন্সের এ বিমান।

এ বিমানটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। ১০০ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটিতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই উদ্ধার তৎপরতা শুরু করেছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিক অন্তত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

কাজাখস্তান টপ নিউজ বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর