Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বিজিবি’র প্রতিষ্ঠা বাষির্কী, সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার


২৭ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৬

হিলি (দিনাজপুর): ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  ব্যাটালিয়নের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহ আলম বিজিবির পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি জগদিশ প্রসাদের হাতে ১০ প্যাকেট মিষ্টি তুলে দেন। এসময় ২০ বিজিবি ব্যাটালিয়নের জন্মদিনের শুভেচ্ছা জানায় বিএসএফ ও একে অপরের সাথে কুশল বিনিময় করেন।  সেখানে সীমান্ত রক্ষী উভয় বাহিনীর সৈনিকরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহ আলম বলেন ,আজ ২০ বিজিবি ব্যাটালিয়নের ৪৪ তম জন্মদিন উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য সম্প্রতি ভাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে।

বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর