চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়াবে শীত, বলছে আবহাওয়া অফিস
২৭ ডিসেম্বর ২০১৯ ২২:০৪
চট্টগ্রাম ব্যুরো: বন্দরনগরী চট্টগ্রামে কয়েক দফা বৃষ্টিপাতের পর বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে চট্টগ্রামসহ আশেপাশের এলাকায় ঘন কুয়াশা ও শীত বাড়বে। এছাড়া আরও কয়েকদফা বৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত থেকেই চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। শুক্রবার সকাল থেকে আকাশ ছিল মেঘলা। দিনভর কুয়াশায় ঢাকা বন্দরনগরীতে সূর্যের দেখা মিলেছে সামান্যই। সকাল থেকে কয়েক দফা গুড়িবৃষ্টি হয়। দুপুর ২টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি, যা প্রায় আধাঘণ্টা স্থায়ী ছিল।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসে ১০ দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সীতাকুণ্ড উপজেলায়, ১০ মিলিমিটার। এটি শীত মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত। আরও দুয়েকদিন বৃষ্টিপাত থাকতে পারে। এর প্রভাবে চট্টগ্রামের তাপমাত্রা কমতে শুরু করবে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানিয়েছেন, শুক্রবার চট্টগ্রামে চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। সেটি আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা তৈরির সম্ভাবনা আছে।
এদিকে বৃষ্টিপাতের কারণে নগরজীবনে অস্বস্তির সৃষ্টি হয়। দিনভর নগরীর সড়কে যানবাহনের সংখ্যা ছিল কম। শুক্রবার দুপুরে মসজিদে জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের বাসায় ফিরতে বিপাকে পড়তে দেখা গেছে।