বগুড়ায় র্যাবের অভিযানে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ আটক ৪
২৮ ডিসেম্বর ২০১৯ ১৬:২৮
বগুড়া: বগুড়ায় ১৩২৫ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় র্যাব সদস্যরা একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছেন।
র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে শহরের মাটিডালি বিমান মোড়ে রাস্তায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেনসিডিল জব্দ করেন। এসময় মো. নাজমুল কবির বাপ্পি (৩৩) ও মো. ফিরিজুল ইসলাম (২২) নামে দুজনকে আটক করা হয়।
এছাড়াও একই স্থানে একটি ট্রাকে তল্লাসি চালিয়ে ৮৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় মো. কবির হোসেন (২৮) ও মো. বাবুল মিজি (৪০) নামে দুজনকে আটক করা হয়।
র্যাব ১২- বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা করে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করা হবে।