আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু, রমেক হাসপাতালে চিকিৎসাধীন ৩১
২৮ ডিসেম্বর ২০১৯ ১৭:০০
রংপুর: আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক সোহানুর রহমান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৩১ জন রোগী আমাদের এখানে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে চারজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
রোজিনা বেগম রংপুরের মিঠাপুকুর উপজেলার ইব্রাহিমের স্ত্রী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন দগ্ধ রোগীর মৃত্যু হয়। এরা হলেন— আলম (৩৫) ও সাদিয়া (৪)। আলমের বাড়ি গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলায়। সাদিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।
রমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ জানান, গত ১৯ ডিসেম্বর সাদিয়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়। আলম ভর্তি হন গত ২১ ডিসেম্বর।