Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের মেয়র হলে সাংবাদিকদের জন্য ফ্ল্যাট বানানোর ঘোষণা নাছিরের


২৮ ডিসেম্বর ২০১৯ ২০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: দলের মনোনয়ন পেয়ে আবারও মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য ফ্ল্যাট নির্মাণের ঘোষণা দিয়েছেন আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি চত্বরে ফ্ল্যাট ব্লক নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সিটি করপোরেশনের সহযোগিতায় এই ফ্ল্যাট ব্লক নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘আমাকে যখন সাংবাদিক হাউজিং সোসাইটির নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে জানানো হয়, আমি চেষ্টা করেছি সহযোগিতা করার। এটার সমাধান হয়েছে। এখন এখানে ভবন নির্মাণ করতে হবে। সিটি করপোরেশনের নির্বাচন সন্নিকটে। আমি জানি না, দল বিবেচনা করবে মনোনয়ন কাকে দেবে, না দেবে। তারপর জনগণের ওপর নির্ভর করে উনারা কাকে রায় দেবেন। কিন্তু আমি যদি মনোনয়ন পাই এবং মেয়র নির্বাচিত হই, তাহলে আমি সাংবাদিকদের জন্য ফ্ল্যাট নির্মাণকে অগ্রাধিকার দিয়ে অবশ্যই কাজটি করব।’

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘আমি সাংবাদিকবান্ধব একজন মানুষ। আমার সঙ্গে সাংবাদিকদের আত্মার বন্ধন ছিল, এখনো আছে। আমি বিশ্বাস করি, যেখানে থাকি যে অবস্থাতেই থাকি না কেন এটি আমৃত্যু থাকবে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই সম্পর্কটা ততদিন থাকবে। আমি ব্যক্তিগতভাবে কারও পক্ষে নয়, আবার বিপক্ষেও নই। আমি সাংবাদিক মাত্রই সবাইকে সম্মান করার পক্ষপাতী। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী।’

‘আমি যেহেতু রাজনীতি করছি, আমাকে নিয়ে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, পর্যালোচনা থাকবে, এটা বাস্তব। জীবনে অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি কাউকে কখনো জিজ্ঞেস করিনি, এই নিউজটি আপনি কেন করলেন, কী কারণে করলেন? কোন কিছু বলিনি। উনি করেছেন উনার দৃষ্টিভঙ্গি থেকে, ভালো-মন্দ যাই হোক আমার বিপক্ষে গেছে। কিন্তু আমি কিছু বলি না। আমি সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে নিজের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হলেও এ নিয়ে সাংবাদিকদের কাছে কখনো কৈফিয়ত চাইনি।’

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক মহসীন কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রবীণ সাংবাদিক মাঈনুদ্দিন কাদেরী শওকত, মঞ্জুরুল আলম মঞ্জু ও শামসুল হক হায়দরী, রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান এবং আইনজীবী সুখময় চক্রবর্তী।

এছাড়া চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, বিএফইউজের সাবেক সদস্য মোহাম্মদ ফারুকসহ জ্যেষ্ঠ্য সাংবাদিক নেতারা এসময় ছিলেন।

পরে মেয়র সাংবাদিক নেতাদের নিয়ে ফ্ল্যাটব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

চট্টগ্রাম নাসির সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর