ফোর-জি যুগে বাংলাদেশ
১৯ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১৮
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: অবশেষে বহুল প্রতিক্ষিত চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা ফোর-জি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে দেশের শীর্ষ চার মোবাইল ফোন প্রতিষ্ঠানকে লাইসেন্স তুলে দেওয়ার পরপরই ইন্টারনেট সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এতে ইন্টারনেটের গতি হয়েছে প্রায় দ্বিগুণ।
রাতে রাজধানীর ঢাকা ক্লাবে চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা ফোর-জি’র লাইসেন্স হস্তান্তর করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রামীণফোন, বাংলালিংক, রবি অজিয়াটা ও টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে ফোর-জি’র লাইসেন্স তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয়।
পরে তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানস্থলেই গ্রামীণফোন, বাংলালিংক ও রবির ফোর-জি নেট পাওয়া যাচ্ছিল। গত মঙ্গলবার ফোর-জি তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হয়। ওই নিলামে গ্রামীণফোন ও বাংলালিংক ১৫.৬ মেগাহার্জ তরঙ্গ কেনে।
সারাবাংলা/ইএইচটি/জেডএফ