Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সাসে গির্জায় বন্দুক হামলায় ২ জনের মৃত্যু, হামলাকারী নিহত


৩০ ডিসেম্বর ২০১৯ ০৯:০৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুক হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। এসময় গির্জায় ধর্মীয় অনুষ্ঠান চলছিল ও তা সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হচ্ছিল। পাল্টা গুলিতে মারা গেছে হামলাকারী নিজেও।

সোমবার (৩০ ডিসেম্বর) বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে। পুলিশ এখনো হামলাকারীর উদ্দেশ্য জানতে পারেনি। তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।

ফোর্ট ওর্থ এর ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাস্টে সকাল ১১টা ৫০ মিনিটে হামলা চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দুকধারী পিছন থেকে উঠে এসে তর্কে জড়ান ও  গুলি ছোড়েন। এতে দুজন গুলিবিদ্ধ হয়। উপস্থিত এক প্রার্থনাকারী হামলাকারীকে গুলি করে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর থেকে টেক্সাসের বাসিন্দারা উপাসনালয়গুলোতে অস্ত্র নিয়ে প্রবেশের অনুমতি পেয়েছেন। এ বছর টেক্সাস আরও কিছু বন্দুক হামলার শিকার হয়েছে। আগস্টে এল পাসোর ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় ২২ জনের মৃত্যু হয়। কিছুদিন পর ওডেসা-মিডল্যান্ডে গুলিতে মারা যায় আরও ৭ জন।

গির্জা টপ নিউজ টেক্সাস বন্দুক হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর