কথা বলা ভালো তবে মোবাইলে নয়: পোপ ফ্রান্সিস
৩০ ডিসেম্বর ২০১৯ ১০:২৭
মোবাইল ফোনকে সার্বক্ষণিক সঙ্গী না করার জন্য পরামর্শ দিয়েছেন খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খাবার টেবিলে ফোন ব্যবহার না করে আলাপচারিতায় জোর দিয়েছেন তিনি। এক্ষেত্রে পোপ উদাহরণ টানেন যীশু, মেরি, জোসেপ ও অন্যান্যদের। খবর বিবিসির।
সেন্ট পেটার স্কয়ারে বক্তৃতাকালে রোববার (২৯ ডিসেম্বর) পোপ এসব কথা বলেন। পোপ জানান, খ্রিস্টধর্মের মহাপুরুষগণ কাজ, প্রার্থনা ও পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন।
তিনি বলেন, পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ পুনঃস্থাপন করা জরুরি।
সমেবতরা খাবার টেবিলে চ্যাটে (অনলাইন কথোপকথন) অভ্যস্ত নাকি সবার সঙ্গে কথা বলেন তা জানতে চান পোপ। পরিবারের জন্য বাবা-মা, অভিভাবক, শিশু, ভাই-বোন সবার এই দায়িত্ব পালন করা উচিত বলে জানান এই ধর্মগুরু।
পোপ ফ্রান্সিস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। টুইটারে তার ১৮ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। তবে ইন্টারনেটে অতিরিক্ত সময় ব্যয়ে আপত্তি রয়েছে পোপের।