Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরের সাবেক এমপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


৩০ ডিসেম্বর ২০১৯ ১৪:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার ( ৩০ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক এমপি আওয়ালের বিরুদ্ধে দুই মামলা এবং স্ত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। মোট তিনটি মামলা করা হয়েছে। যার মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে তার স্ত্রী লায়লা পারভীনকে। আউয়ালের বিরুদ্ধে সরকারি জমি দখলসহ বিভিন্ন অভিযোগে এ মামলা করা হয়।

দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আলী আকবর বাদী হয়ে মামলাগুলো করেছেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা যায়, এর আগে গত মঙ্গলবার দুদক থেকে ইমিগ্রেশনে চিঠি দিয়ে আউয়াল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেয় দুদক। এরপরই সোমবার (৩০ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

দুদক সূত্রে আরও জানা যায়, ভুয়া মালিক সাজিয়ে সরকারি জমি দখল করে ভবন তৈরিসহ একাধিক অভিযোগে পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর ও নেছারাবাদ) আসনের সরকারদলীয় সাবেক এই এমপির বিরুদ্ধে গত সপ্তাহে তিনটি মামলার অনুমোদন দেয় দুদক।

পিরোজপুর-১ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন আউয়াল।

এম এ আউয়াল টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর