Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ


৩০ ডিসেম্বর ২০১৯ ২১:২৫

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাব্বির হোসেন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাব্বিরের বাড়ি উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামে। তার বাবার নাম মোস্তাফিজার রহমান মণ্ডল। সাব্বির বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের একাদশ শ্রেণির ছাত্র।

এ আগে গতকাল (রোববার) রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ধুনট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, প্রায় এক বছর আগে সাব্বির ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষুব্ধ হয় সাব্বির। পরশু (শনিবার) রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে সাব্বির তাকে তুলে নিয়ে এসে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন সারাবাংলাকে বলেন, সাব্বির হোসেনকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।

ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর